ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ১৪

মেহেরপুর: মেহেরপুরে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্তি আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে জিআর, সিআর, নিয়মিত ও মাদক মামলার আসামি রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে পুলিশের দায়ের করা নাশকতা মামলার ছয় জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে গাংনী থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ও জেলা গোয়েন্দা  পুলিশের (ডিবি) একাধিক টিম বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতের থেক বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোররাত পর্যন্ত এসব আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো প্রস্তুতি চলছে বলেও জানান গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।