ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গ্রেফতারে প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে দাবি সরওয়ারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৭, ডিসেম্বর ২৭, ২০১৮
গ্রেফতারে প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে দাবি সরওয়ারের অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার

ব‌রিশাল: বরিশাল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারে দাবি নেতাকর্মী‌ গ্রেফতারের কারণে প্রচার-প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। 

‌তি‌নি বলেন, আমাদের কোনো নেতাকর্মীকে প্রচার-প্রচারণায় নামতে দেওয়া হচ্ছে না। প্রচারণায় নামলেই বিনা গ্রেফতারি পরোয়ানায় নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।

 

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে গণসংযোগকালে সাংবাদিকদের তি‌নি এসব কথা বলেন।

মজিবর রহমান সরওয়ার বলেন, আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ পর্যন্ত ভোটের মাঠেই থাকবো।

এদিন বেলা সাড়ে ১১টায় নগরের রুপাতলী সোনারগাঁও ট্রেক্সটাইল মিলসহ বিভিন্নস্থানে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরওয়ার।  

বাংলা‌দেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর, ২৬, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ