ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, ডিসেম্বর ২৭, ২০১৮
নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের থানা পুকুরপাড় এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম আকরামের বাসায় সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
 
এর আগে গত ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল ও মহাজোট প্রার্থীকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

নয়াপাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. এনামুল হক রিয়াজ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
 
ওই মামলায় নাম উল্লেখিত ৭৪ জন আসামির মধ্যে আব্দুস সবুর খান সেন্টু ৩ নাম্বার আসামির তালিকায় রয়েছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, সেন্টুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ