ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট দিলে, শেখ হাসিনা জিতবে: নানক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
নৌকায় ভোট দিলে, শেখ হাসিনা জিতবে: নানক  নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন আ'লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নৌকায় ভোট দিলে, শেখ হাসিনা জিতবে। কুড়িগ্রামের উলিপুরের উন্নয়নে সবকিছুই করা হবে। আগামী ৩০ ডিসেম্বর (রোববার) সবাই ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।  

নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এম এ মতিনের সমর্থনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ ই হাবীব মোফা।

 

এসময় নানক বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। নৌকা-লাঙল মহাজোট করেছে, তারই অংশ হিসেবে উলিপুরে লাঙলের প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। নৌকা-লাঙল একসঙ্গে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কুড়িগ্রাম-৩ আসনের জাপা প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।
 
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক আল মামুন সবুজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
 
আওয়ামী লীগের নির্বাচনী সভায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার মঞ্চে তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।