ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে ভোট চাইলেন ডিপজল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে ভোট চাইলেন ডিপজল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন চলচ্চিত্র জগতের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন চলচ্চিত্র জগতের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে কোটালীপাড়ার কুশলা বাজার এলাকায় কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় ডিপজল বক্তব্য রাখেন। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী আচল এবং অভিনেতা আফজাল শরীফ।

 

ডিপজল তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় শতভাগ ভোট দেওয়ার জন্য কোটালীপাড়ার ভোটারদের আহ্বান জানান।  

তিনি বলেন, গোপালগঞ্জ-৩ আসন থেকে আপনারা শতভাগ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করে। তাই আমাদের সবার নৌকা মার্কায় ভোট দেওয়া উচিত।  

কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল বিশ্বাস, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।