ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাকর্মী-পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া, আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
বিএনপি নেতাকর্মী-পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া, আটক ১০ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া/ছবি: ডি এইচ বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আবারো দলটির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাইকোর্টের মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, খালেদার আদালতে হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তার স্বার্থে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

দুপুরের পর বকশীবাজারের অস্থায়ী আদালত থেকে ফেরার সময় খালেদার গাড়িবহর হাইকোর্ট এলাকায় এলে বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
 
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করা হয়েছে। তাদের নামপরিচয় যাচাই-বাছাই চলছে। বিশৃঙ্খলায় জড়িতের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।