ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার রায় নিয়ে দেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
খালেদার রায় নিয়ে দেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না

পাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। 

বিএনপিকে জনগণের জানমালের কোনো ক্ষতি করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী।

 

তিনি আরো বলেন, সারাদেশের মতো উত্তরাঞ্চলেও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা হয়েছে। যদিও একেবারে নির্মূল করা সম্ভব হয়নি, তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনের আগে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
সমাবেশে আরো বক্তব্য রাখেন- পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর কমান্ডিং অফিসার সেলিম মোহা. জাহাঙ্গীর ডিআইজি, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন প্রমুখ।  

স্বরাষ্ট্রমন্ত্রী পরে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে এক সুধী সমাবেশে বক্তব্য শেষে ভাঙ্গুড়া থানা ভবন উদ্বোধন করেন। সন্ধ্যায় ফরিদপুর থানার নবনির্মীত ভবনের ফলক উন্মোচন করার কথা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।