ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিলেন উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিলেন উপজেলা চেয়ারম্যান

বরগুনা: বিজয় দিবসের অনুষ্ঠানে বরগুনার তালতলী শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করেছেন উপজেলার চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু। 

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান তাদের পিস্তল উঁচিয়ে ধাওয়া করেছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন আক্কাস মৃধার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে।

পুস্পস্তবক অর্পণ শেষে বিএনপির নেতা কর্মীরা ফিরে যাচ্ছিলো। এসময় বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানের মধ্য থেকে উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু পিস্তল উচিয়ে মাঠের মধ্যে দিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করেন। এ সময় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার চেয়ারম্যান মিন্টুকে বাধা দিয়ে থামিয়ে দেন।  

এদিকে, এ ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান সমর্থকরা বিএনপির দুই কর্মী আসলাম ও রুবেলকে মারধর করে।

স্থানীয় বিএনপির কর্মী কামাল রাজা, সাইফুল ইসলাম মামুন, বেল্লাল ও সেলিম গাজী বাংলানিউজকে জানান, উপজেলা চেয়ারম্যান মাঠের দক্ষিণ প্রান্ত থেকে চেঁচিয়ে উঠে পিস্তল নিয়ে অপর প্রান্তে থাকা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করেন।
 
তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন আক্কাস মৃধা বাংলানিউজকে বলেন, বিজয় দিবসের দিন সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে ফিরছিলাম। এসময় উপজেলা চেয়ারম্যান পিস্তল নিয়ে আমাকে ও আমার কর্মী সমর্থকদের ধাওয়া করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তালতলী থানার ওসি চেয়ারম্যানকে জাপটে ধরে থামিয়ে দেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে জানান, উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করছিলেন। আমি তাকে বাধা দিয়ে থামিয়ে দিয়েছি।

এ বিষয়ে তালতলী উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামান মিন্টু পিস্তল নিয়ে ধাওয়া দেয়ার কথা অস্বীকার করে বাংলানিউজকে বলেন, বিএনপির নেতাকর্মীরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান পণ্ড করতে আসছিলো। এ সময় আমার নেতাকর্মীরা বিএনপির কর্মী সমর্থকদের ধাওয়া করেছে।

তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রেজবি-উল কবির জোমাদ্দার মোবাইলে বাংলানিউজকে জানান, আমি আনন্দ র‌্যালি করে বিশেষ প্রয়োজনে বরিশাল চলে এসেছি। আমাকে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু বিএনপির নেতাকর্মীদের পিস্তল নিয়ে ধাওয়া করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।