ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাসদের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
বগুড়ায় জাসদের কর্মীসভা অনুষ্ঠিত জাসদের কর্মীসভা- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় শহর জাসদের উদ্যোগে পৌরসভার ১৮ নং ওয়ার্ডে জাসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে শহরের ফুলবাড়ী মোড়ে কর্মীসভার আয়োজন করা হয়।
 

ওয়ার্ডের জাসদ নেতা আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ।
 
আরো বক্তব্য রাখেন- জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি, নূর মোহাম্মাদ, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান তুহিন, সদর উপজেলা জাসদের সভাপতি হারুনার রশিদ হারুন, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ওয়ার্ড জাসদ নেতা এসএম শফি মিল্টন, শ্রমিক নেতা আশরাফুল হক আশরাফ ও হাফিজার রহমান খোকা প্রমুখ।


 
সভা শেষে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আতাউর রহমানকে সভাপতি, শামছুল হক, আব্দুস সবুর, নাছির উদ্দিন পাটোয়ারীকে সহ-সভাপতি, এসএম শফি মিল্টনকে সাধারণ সম্পাদক, আব্দুল গণিকে যুগ্ম-সম্পাদক, আব্দুস সালাম রয়েলকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের ১৮ নং ওয়ার্ড জাসদের কমিটি গঠন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ