ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গভবনে এলডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বঙ্গভবনে এলডিপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে পৌঁছেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
 

ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে পৌঁছেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
 
বুধবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় দলটির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপির ১০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।


 
প্রতিনিধি দলে রয়েছেন ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউছুপ, মো. খলিলুর রহমান, অধ্যাপক মো. আব্দুল্লাহ, আব্দুল গনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম
 
নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য প্রথম ধাপে বিএনপিসহ ইসিতে নিবন্ধিত পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রোববার (১৮ ডিসেম্বর) খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে যায় বিএনপি।
 
মঙ্গলবার (২০ ডিসেম্বর) হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে বঙ্গভবনে যায় জাতীয় পার্টি। বুধবার এলডিপি ছাড়াও যাচ্ছে কৃষক শ্রমিক জনতালীগ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যাওয়ার কথা থাকলেও দলটির সভাপতি হাসানুল হক ইনু দেশের বাইরে থাকায় তারা যাচ্ছেন ২৬ ডিসেম্বর।
 
দ্বিতীয় ধাপে আরো কয়েকটি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
 
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।