ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমতলীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আমতলীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর মতবিনিময়

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেনের সমর্থনে আমতলীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেনের সমর্থনে আমতলীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে এ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি জিএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বরগুনা জেলার বার সভাপতি অ্যাডভোকেট মোতালেব হোসেন, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, আমতলী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, আমতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আখতার জোসনা, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, বেতাগী পৌর প্যানেল মেয়র হাদিসুর রহমান পান্না, জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক, জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।