ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনা সরকারের হাতেই ইসলাম নিরাপদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
‘শেখ হাসিনা সরকারের হাতেই ইসলাম নিরাপদ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাতেই ইসলাম নিরাপদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাতেই ইসলাম নিরাপদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আনজুমানে রাহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘শান্তির মহাসমাবেশে’ তিনি এ মন্তব্য করেন।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা সরকারের হাতেই ইসলাম নিরাপদ। অতীতে আর কোনো সরকারের হাতে ইসলাম এতোটা নিরাপদ ছিল না।

যারা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে হামলা চালিয়েছিল তারা আর যাই হোক, মুসলিম হতে পারে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, আপাতঃদৃষ্টিতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও ভেতরে-ভেতরে তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।   সেজন্য জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, কোনোভাবেই জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এজন্য সবাইকে এক হয়ে এদের মোকাবেলা, প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ঈমাম আওলাদে রাসুল (দ.) হযরত শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভান্ডারী। এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জেডএফ/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।