ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হল কমিটি ঘোষণা ঢাবি ছাত্রলীগের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
হল কমিটি ঘোষণা ঢাবি ছাত্রলীগের ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক টাইমলাইনে এ কমিটির তালিকা শেয়ার দেন। এ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি গণমাধ্যমকে দেয়া হয়নি।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পদক হলেন-  মাস্টারদা স‍ূর্যসেন হলে সভাপতি  মো. গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন।

হাজী মুহাম্মদ মুহসীন হলে সভাপতি জহিরুল ইসলাম ও সাধরণ সম্পাদক মেহেদী হাসান সানী।
শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ তালুকদার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি রকিবুল ইসলাম  বাঁধন, সাধরণ সম্পাদক আল আমিন রহমান।

স্যার এফ রহমান হলে সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সভাপতি ইউসুফ উদ্দীন খান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন।

কবি জসীম উদ্দীন হলে সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ হোসেন সাধারণ সম্পাদক  মো.শাহেদ খান।

সলিমুল্লাহ মুসলিম হলে সভাপতি তাহসান আহমেদ রাসেল সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস।
বিজয় একাত্তর হলে সভাপতি ফকির রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক  নয়ন হাওলাদার।
জগন্নাথ হলে সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস।
ফজলুল হক মুসলিম হলে সভাপতি শাহারিয়ার সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান।
শহীদুল্লাহ  হলে সভাপতি মো. সাকিব হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত।
অমর একুশে হলে সভাপতি আব্দুর রজ্জাক রাজ, সাধারণ সম্পাদক এহসান উল্লাহ।

ছাত্রীদের ৫ হল:
 
বেগম রোকেয়া হলে সভাপতি লিপি আক্তার, সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম।
শামসুন্নাহার হলে সভাপতি  নিপু ইসলাম তন্বী , সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সভাপতি বেনজির হোসেন নিশি, সাধারণ সম্পাদক রনক জাহান রাইন।
কুয়েত মৈত্রী হলে সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক শ্রাবন্তী শায়লা।
বেগম সুফিয়া কামাল হলে সভাপতি ইফফত জাহান এশা, সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩,২০১৬
এসকেবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।