ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আইভীকে প্রয়োজন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আইভীকে প্রয়োজন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনেক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন,‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আইভীকে প্রয়োজন আছে।’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনেক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন,‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আইভীকে প্রয়োজন আছে। ’

সোমবার (১২ ডিসেম্বর) শহরের ১২ নং ওয়ার্ডের ইসদাইর উত্তর চাষাঢ়ায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

আইভী বলেন, ‘বন্দরের মানুষ অবহেলিত নয়। তাদের রাস্তাঘাট ড্রেন সব করে দেওয়া হয়েছে। তবে সেতুর জন্য একটা প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী অবশ্যই সেই সেতু করে দিবেন। আর উনি (সাখাওয়াত হোসেন) যে প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রিজ করে দেবে, কিন্তু কিভাবে করে দেবে?

আইভী বলেন, ‘শীতলক্ষ্যার ওপরে সেতু করে দিবো এ ধরনের কোনো প্রতিশ্রুতি আমি কখনো দেইনি। তবে সেতু করার জন্য বিগত পাঁচ বছর অনেক চেষ্টা করেছি। এ সেতু নির্মাণের জন্য প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে। প্রয়োজনে এলজিইডির সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আমাদের ফাইলটা কোথায় পর্যন্ত গিয়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের এ প্রত্যাশা পূরণে সেতু নির্মাণ করে দিবেন।

সেনাবাহিনী মোতায়ন বিষয়ে আইভী বলেন, ‘নির্বাচনের আরও নয় দিন বাকি। দিনের পর দিন নির্বাচনের চিত্র বদলাচ্ছে। যদি নির্বাচন কমিশন মনে করেন তাহলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। ’

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।