ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে আওয়ামী মহিলা লীগের কর্মী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ঝিনাইদহে আওয়ামী মহিলা লীগের কর্মী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহে আওয়ামী মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহে আওয়ামী মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ পৌর ভবনে জেলা আওয়ামী মহিলা লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

ঝিনাইদহ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।

বিশেষ অতিথি ছিলেন-ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক শিখা চক্রবর্তী, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক লিপি বেগম, উত্তরের বনানী থানার সহ সভাপতি মরিয়ম বিনতে হুসাইন খেয়া।

ঝিনাইদহ আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক খালেদা খানমের পরিচালনায় জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।