ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ’ লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আ’ লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ডা. মুশফিক হুসেন চৌধুরী

আর কোনো প্রার্থী না থাকায় হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

হবিগঞ্জ: আর কোনো প্রার্থী না থাকায় হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাবিনা আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, বর্তমানে জেলা পরিষদের দায়িত্বে আছেন একজন প্রশাসক। নতুন আইন অনুযায়ী একজন চেয়ারম্যান, ১৫টি ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর এবং পাঁচটি সংরক্ষিত মহিলা আসনে পাঁচজন কাউন্সিলর নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে।

এদিকে, সকাল থেকে জেলা নির্বাচন কার্যালয়ে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।