ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নীলফামারীর দুই উপজেলায় ছাত্রলীগের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
নীলফামারীর দুই উপজেলায় ছাত্রলীগের কমিটি গঠন

নীলফামারী: নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। কর্মী সভা শেষে নির্বাচিতদের নাম প্রকাশ করে জেলা ছাত্রলীগ।

শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় ছাত্রলীগ সূত্রে এ তথ্য জানা যায়।

১০ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে আব্দুল হালিম সভাপতি ও হিযবুল্লাহ রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
 
এছাড়া, সহসভাপতি হিসেবে ডেফোডিল ইসলাম ও সহসাধারণ সম্পাদক হিসেবে মোনায়েম ইসলাম নির্বাচিত হন।

অপরদিকে, ডিমলা উপজেলা কমিটিতে আবু সায়েম সরকার সভাপতি ও জালাল উদ্দিন স্বাধীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিক বাংলানিউজকে জানান, কর্মী সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটিও প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।