ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথার একটি ইটভাটা থেকে জামাল হোসেন (৩৬) নামে ইউনিয়ন যুবলীগের এক নেত‍ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।



নিহত জামাল হোসেন উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগ নেতা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ বাংলানিউজকে জানান, রাত পৌনে ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে জামাল হোসেন নামে যুবলীগের আহত এক নেত‍াকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিমুল জানান, নিহতের গালে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার হাত ও পায়ের রগ কাটা এবং মাথায় একটি গুলির চিহ্নও রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।