ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে জামায়াত-শিবিরের মিছিলে জনতার ধাওয়া, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ফরিদপুরে জামায়াত-শিবিরের মিছিলে জনতার ধাওয়া, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের আমির একাত্তরের আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে ফরিদপুর শহরে মিছিলের চেষ্টা করেছে জামায়াত-শিবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর শহরের নিউ মার্কেটের গেট থেকে বুধবার (০৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন।

মিছিল থেকে নেতাকর্মীরা ২/৩ বার স্লোগান দিয়ে একটু সামনে গেলেই উপস্থিত জনতা ও আওয়ামী লীগের সমর্থকেরা মিছিলে ইট-পাটকেল নিয়ে ধাওয়া করেন। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা দিক-বিদিক ছোটাছুটি করে পালিয়ে যান।

পরে ওই এলাকা থেকে জাহিদ হোসেন (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ। তার বাড়ি শহরতলীর আলিয়াবাদে বলে জানা গেছে।   

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই গাফফার হোসেন জানান, মিছিল বের করার চেষ্টা করলে জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।