ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসরন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ফেনীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ফেনী সরকারি কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন।

এরপর বেলা ১২টার দিকে বের হয় বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালি নিয়ে নেতাকর্মীরা শহরের মিজান রোড়, কলেজ রোড়, ট্রাঙ্ক রোড়, জেল রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।

এদিকে, দিবসটি উপলক্ষে বিচিত্র সাজে সাজানো হয় ফেনী শহরকে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।