ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রলীগের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বরিশালে ছাত্রলীগের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরকারি বিএম কলেজে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি বিএম কলেজ ছাত্রলীগের নেতা মঈন তুষার গ্রুপ কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে ও নাহিদ সেরনিয়াবাত গ্রুপ শহীদ মিনারে পৃথক কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টার দিকে উভয় গ্রুপ মিছিল বের করে।
মিছিল কলেজের গ্যারেজ গেটের সামনে আসলে উভয় গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে কটূক্তির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) 
শাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, মিছিল নিয়ে বিএম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি হলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।