ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
শরীয়তপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীয়তপুর: শরীয়তপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৪ জানুয়ারি) কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



বেলা ১১টায় শরীয়তপুর সরকারি কলেজে কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাধান অতিথির বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক, মহাসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাদবর প্রমুখ। আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।