ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা তৈয়্যেবুরের মৃত্যুতে ফখরুলের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বিএনপি নেতা তৈয়্যেবুরের মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ তৈয়্যেবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।



এর আগে শুক্রবার (০১ জানুয়ারি) রাত ১১টায় নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ তৈয়্যেবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মির্জা ফখরুল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শেখ তৈয়্যেবুর রহমান খুলনা বিএনপিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এছাড়াও তিনি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।

বিজ্ঞপ্তিতে ফখরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।