ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেনীতে আ.লীগের বিজয় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, জানুয়ারি ১, ২০১৬
ফেনীতে আ.লীগের বিজয় র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে পৌরসভা নির্বাচনে সবগুলো পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করায় বিজয় র‌্যালি ‍করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পৌর চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি কলেজ রোড়, ট্রাংক রোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পৌর চত্বরে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন, ফেনী পৌরসভার পুনর্নির্বাচিত মেয়র  হাজী আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক হারুনুর রশিদ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।