ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

রাজনীতি

সংসদ ও গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি করে দেশকে পিছিয়ে দেবার চক্রান্ত চলছে: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
সংসদ ও গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি করে দেশকে পিছিয়ে দেবার চক্রান্ত চলছে: আখতার বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ঘষা-মাজার যে সংবিধান আমাদের দেওয়ার কথা বলা হচ্ছে তার সঙ্গে দেশের মানুষ একাত্ম নয়। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাড় করবার যে চক্রান্ত চলছে এটা বাংলাদেশকে নতুনভাবে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত গণ ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা সংসদ হিসেবে ভূমিকা পালন করতে পারে সে প্রস্তাবনা রাখা হয়েছে। আর এর মধ্য দিয়ে দেশের মানুষের দীর্ঘমেয়াদি মুক্তির সংগ্রামের সুফল রয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাবো বিচার, সংস্কার এবং গণপরিষদের যে বাস্তবতা সেটাকে আমলে নিয়ে সামনের বাংলাদেশের যে রোড ম্যাপ সেটা ঘোষণা করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির এ সদস্য সচিব বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে রাষ্ট্র কাঠামো দেখতে চেয়েছে, তাকে পেতে হলে আমাদের নতুন সংবিধান পেতে হবে। আর নতুন সংবিধানের জন্য অবশ্যই গণপরিষদের নির্বাচনের কোনো বিকল্প নেই।

আক্তার হোসেন বলেন, একাত্তরের স্বাধীনতা এবং ২৪ এর গণঅভ্যুত্থানকে যে পরস্পর বিরোধী করার যে নীল চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি, আমরা সেটার তীব্র বিরোধিতা করি। দেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের যত অধ্যায় রয়েছে তার মধ্যে একাত্তর একটি অন্যতম উজ্জ্বল অধ্যায় বলে আমরা মনে করি। আর এ উজ্জ্বল অধ্যায় কে যখন অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল তখন গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪ এর সৈনিকেরা তাদের জীবন দিয়ে দেশের মানুষকে আরেকবার মুক্ত করেছিল। ২৪ এর গণঅভ্যুত্থান না হলে আমরা একাত্তরের স্বাধীনতা কে চিরতরে হারিয়ে ফেলতাম।

তিনি বলেন, দেশের মানুষ একাত্তরের শহীদ ও ২৪ এর শহীদদের স্মরণ রাখবার পক্ষপাতী। আমরা যে সময় গণআন্দোলনের মধ্যে দিয়ে গেছি সে গণআন্দোলনকে সফল করতে হলে অবশ্যই সম্প্রতি বাংলাদেশের যে গণহত্যা সংঘটিত হয়েছে এর বিচার দৃশ্যমান করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৬, ২২০৫
ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।