ঢাকা, শুক্রবার, ২২ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

রাজনীতি

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী জলি গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
খুলনায় যুব মহিলা লীগ নেত্রী জলি গ্রেপ্তার 

খুলনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুব মহিলা লীগের নেত্রী ও খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে (৫৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে খুলনার লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড তার স্বামীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের বিষয় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১টার দিকে লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড, হোল্ডিং নং ৯০/১২ এর বাসায় অভিযান চালিয়ে অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক খুলনায় সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলেন। এছাড়া ওয়ার্ড যুবলীগের মহিলা নেত্রী ছিলেন। তার স্বামী মো. খায়রুল আলমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, জেসমিন পারীভন জলির খুলনা সদর থানার মামলা নং-২৪, তারিখ-২১/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৫০৬ তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামি।  এছাড়া গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন।  

জানা গেছে, ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ১০ নং ওয়ার্ডে কাউন্সিরর পদে প্রার্থী ছিলেন অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি। ওই নির্বাচনে তিনি বিজয়ীও হন। যুব মহিলা লীগের নেত্রী হিসেবে তিনি খুলনার আদালতের পিপি ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।