ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নাসির উদ্দিন

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় নাসির উদ্দিন ওরফে কাটা নাসির (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে।

নাসির পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শী আনছার মোল্লা বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে কয়েকজন পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিল। নাসিরকে কুপিয়ে ফেলে রেখে যাওয়ার সময় দুইজনকে চিনতে পেরেছি। তারা হলেন রাব্বি ও হাসান। এর মধ্যে রাব্বি ছাত্রলীগের কর্মী এবং হাসান ভাড়ায় মোটরসাইকেল চালক।

এর আগে বুধবার সকালে শত্রুতার জেরে পাথরঘাটা নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে নাসির মোটরসাইকেল চালক হাসানকে থাপ্পড় মারেন। এর জেরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।  
পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আলমগীর বলেন, নাসির হাসানকে চড় থাপ্পড় মারলে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেই।

দায়িত্বরত চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই মারা যায় নাসির।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে। অপরাধী যেই হোক না কেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তা এখনও জানা‌ যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।