নীলফামারী: নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার ভাগনে খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার পর ডিমলার খগাখড়িবাড়ী ইউনিয়নে ভগ্নিপতি মো. সোলেমান আলীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ারুল হক ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই।
জানা গেছে, গ্রেপ্তার আনোয়ারুল হক নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। তার নেতৃত্বে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, মামলা এবং বিরোধী শক্তির লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান দখলেই ছিল তাদের মূল কাজ। এসব অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ারুল হক সরকার মিন্টু ও তার ভাগনে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসআরএস