ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি হলেন সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি হলেন সালাহউদ্দিন মো. সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্যাডে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।

মো. সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত৷ তেজগাঁও কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, এজিএস ও ইন্টারমিডিয়েটের সভাপতি ছিলেন সালাউদ্দিন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন সালাউদ্দিন। তার আগে এই ইউনিটের সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।  

বিগত সময়ে রাজনৈতিক মামলাসহ আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন সালাহউদ্দিন। অবশেষে কেন্দ্রীয় ছাত্রদলের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেলেন।  

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো: সালাহউদ্দিন আহমেদ ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের সন্তান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।