ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: দুদু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: দুদু বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু

নীলফামারী: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশকে ধ্বংস করে পালিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাই শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় নিতে হবে এবং জুলুম-অত্যাচার আর খুনের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

যাতে করে আর কোনো দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় এ কথা বলেন তিনি।  

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বেবি নাজনীনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।  

অনুষ্ঠিত বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় রংপুর বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলার সব ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন।  

শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের লুটপাটের কারণে দেশে সব দিকে এখন শুধু হাহাকার। তারা সব ধরনের ব্যাংক বীমা ধ্বংস করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করেছে। এই ভাঙা দেশকে পুনর্নির্মাণে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। বিএনপি অতীতের মতো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে ক্ষমতায় আসবে। এজন্য সংগঠনকে আরও সুসংগঠিত করতে, শক্তিশালী করতে বিএনপি মাঠে নেমেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন; আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হবে। এজন্য আমাদের তৈরি হতে হবে সেইভাবে। সব অপশক্তি প্রতিরোধে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি নির্বাচন নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সব পর্যায়ের নেতা-কর্মীদের।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।