ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আদমদীঘিতে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আদমদীঘিতে আ.লীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার মনোয়ার জাহিদ রোকন

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মনোয়ার জাহিদ রোকন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

 

মনোয়ার জাহিদ রোকন বগুড়া আদমদিঘি উপজেলার সাঁতাহার মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে। তিনি সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।  

জানা গেছে, আদমদীঘিতে বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৫ আগস্ট থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। এ ঘটনায় পর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তার নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন। গোপন খবর পেয়ে ওইদিন রাতে পুলিশ তার বসতবাড়ির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।  

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার রোকনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।