ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘মনোনয়ন পেতে হলে জনসম্পৃক্ততা থাকতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
‘মনোনয়ন পেতে হলে জনসম্পৃক্ততা থাকতে হবে’ বক্তব্য দিচ্ছেন ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী

মাদারীপুর: ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী বলেন, বিএনপির মনোনয়ন পেতে হলে অবশ্যই জনসম্পৃক্ততা থাকতে হবে। আমি চাইলাম আর নমিনেশন দিয়ে দিল, এরকমটা না।

জনসম্পৃক্ততা থাকতে হবে। জনগণের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে হবে। '

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শিবচরে বিজয় দিবসের শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাশার সিদ্দিকী বলেন, বিএনপি একটি বড় দল। এই দলে একাধিক প্রার্থী থাকতে পারে। প্রতিটি আসনেই এটা থাকতে পারে। একাধিক প্রার্থীর মধ্যে দল যাচাই-বাছাই করে যে প্রার্থীকে যোগ্য মনে করবে, জনগণের সঙ্গে সম্পৃক্ত মনে করবে তাকেই মনোনয়ন দেবে।

তিনি বলেন, দল যাকেই মনোনয়ন দেবে, জাতীয়তাবাদী শক্তি নিয়ে আমরা তার জন্য কাজ করে যাব। সে যাতে বিজয়ী হয় সেই লক্ষ্যেই সর্বাত্মক কাজ আমাদের করতে হবে।

বাশার সিদ্দিকী আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের দুঃশাসনের নজির এমন ভাবে স্থাপন করেছে যে, সেখানে বিজয় দিবসের মতো অনুষ্ঠানেও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের জড়ো হতে দেয়নি। শিবচরও একই অবস্থা ছিল। আমার জানামতে শিবচরের অনেকগুলো প্রোগ্রামে আয়োজন শেষে নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারেনি! তাদের নামে মামলার ভয়ভীতি, পরিবারকে হুমকি-ধামকি দিয়েছে। আসলে তারা নির্যাতনের স্ট্রিম রোলার তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিয়েছিল।

এর আগে শিবচরে বিজয় দিবসের শোভাযাত্রায় অংশ নেন তিনি। দিনব্যাপী শিবচরে বিজয়দিবসের নানা অনুষ্ঠানে অংশ নেন ঢাবি ছাত্রদলের সাবেক এই নেতা। এসময় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।