ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ সব সময় সংখ্যালঘুদের নিয়ে ভোটের মাঠে খেলাধুলা করেছে: রুমিন ফারহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
আ.লীগ সব সময় সংখ্যালঘুদের নিয়ে ভোটের মাঠে খেলাধুলা করেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ মনে করে হিন্দুদের ভোটগুলোর তাদের একচ্ছত্র অধিকার এবং আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়া হিন্দুদের আর কোনো উপায় নেই। তারা মনে করে, হিন্দুরা থাকলে ভোট, চলে গেলে জমি।

ফলে তারা যখন ক্ষমতায় আসে, তখন নাসিরনগর, রামু, অভয়নগরের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংখ্যালঘুদের জমি দখল করেছে, তাকে কোনো রকম বিচার বা জবাবের মুখোমুখি হতে হয়নি। সেখান থেকে পরিষ্কার বোঝা যায়, হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে আওয়ামী লীগ সব সময় ভোটের মাঠে খেলাধূলা করে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, তখন আমরা দেখলাম, তারা হিন্দু জনগোষ্ঠীকে নানাভাবে উসকে মাঠে নামালো। কিছু ঘটনা যে ঘটছে না তা না, কিছু ঘটনা ঘটছে। তবে মনে রাখতে হবে, যখন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, তখন এ ধরনের ঘটনা ঘটে। সেটা যতদূর সম্ভব কমিয়ে আনার চেষ্টা সবার করা উচিত।

আরাকার আর্মি চট্টগ্রাম দখল করবে- ভারতীয় মিডায়ায় এমন অপপ্রচারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ভারতীয় মিডিয়া একটার পর একটা প্রোপাগান্ডা করেই যাচ্ছে। যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দেখাতে চাইছে, সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সুতরাং বাংলাদেশে সে রকম কোনো ঝুঁকি থেকে থাকলে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে কূটনৈতিকভাবে সেটার সমাধান করার চেষ্টা করবে।

শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমানসহ অনেকে।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শাহবাজপুর ৮ নম্বর ওয়ার্ড একাদশের মুখোমুখি হয় ৩ নম্বর ওয়ার্ড একাদশ। খেলায় ২-০ গোলে ৩ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে ৮ নম্বর ওয়ার্ড।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।