ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিজয় দিবসে জামায়াত-শিবিরের পৃথক কর্মসূচি ঘোষণা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বিজয় দিবসে জামায়াত-শিবিরের পৃথক কর্মসূচি ঘোষণা 

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ ও র‌্যালি করবে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতাকর্মীরা।

ওই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সহদপ্তর সম্পাদক ও সমন্বয়ক আবদুস সাত্তার সুমন।

অপরদিকে বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১৬ ডিসেম্বর (সোমবার) ৫৪তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করবে ঢাকা মহানগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৫ ডিসেম্বর) সংগঠনটি তাদের ফেসবুক পেজ থেকে করা এক স্ট্যাটাসে বলা হয়, ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। র‍্যালিতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
টিএ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।