ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জুলাই-আগস্টের বিপ্লবে নরসিংদীর ছেলেরা বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছে: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
জুলাই-আগস্টের বিপ্লবে নরসিংদীর ছেলেরা বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছে: মঈন খান

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, জুলাই-আগস্টের বিপ্লবে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, ফের যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে।

তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে দিনের ভোট রাতে নয়, দিনেই হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভার সফল খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, স্বৈরাচারেরা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই।

ওই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের মেয়ে ড. মাহরীন খান।  

প্রসঙ্গত, ড. আব্দুল মঈন খান প্রয়াত খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ছেলে।

পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপির আয়োজনে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন দ্য মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপার্সন ও খান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।