ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া কারাগারে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বগুড়া কারাগারে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

বগুড়া: বগুড়া কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন মিঠু (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

আব্দুল মতিন মিঠু গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান।  

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু। রোববার রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।