ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্র অধিকার পরিষদের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ছাত্র অধিকার পরিষদের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্র অধিকার পরিষদের ১০০ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নাহিদ উদ্দিন তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নেওয়াজ খান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক পদে আখতারুজ্জামান সম্রাট, রোকেয়া জাবেদ মায়া, এম এ হাসেম রূপমিয়া হোসাইন রাজ, অলি আহমেদ, রাকিবুল ইসলাম শিশির, জিহাদুল ইসলাম ইউসূফ, মোরশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম ও খান শাহরিয়ার ফয়সাল দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আলী ত্বোহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল, অর্থ সম্পাদক পদে প্রিয়ম আহমেদ, সাহিত্য সম্পাদক পদে আবু হানিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে রবিন হাসান নিলয়, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক পদে আতিক, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক সাইফুল ইসলাম বীর, গণমাধ্যমবিষয়ক সম্পাদক নাফিজ আল শেখ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রীবিষয়ক সম্পাদক আসমাউল হাসনা হ্যাপী, রাজনীতি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক শাহরাজ উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক অনিক গাজী, মাদরাসাবিষয়ক সম্পাদক হাফেজ শাহ ওয়ালী উল্লাহ এবং ধর্মবিষয়ক সম্পাদক পদে শিব্বির আহমেদ দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।