ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই: দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই: দুদু

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন পতিত স্বৈরাচারী হাসিনার জন্য ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে।

এ অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে দুদু এসব কথা বলেন।  

ভারত সত্যিকারের বন্ধু হিসেবে কাজ করবে- এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও বলেন, তাদের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। সেখানে যখন মসজিদ ভাঙা হয়, সেগুলো তখন আলোচনায় আসে না।  

দুদু বলেন, তারেক রহমান ১৮ বছর দেশে আসতে পারেননি। কিন্তু তিনি দেশের গণঅভ্যুত্থানের স্বপক্ষে অনেক কাজ করেছেন।  

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সভাপতিত্বে ও মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন।

বিশেষ অতিথির বক্তব্যে গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একচুল ছাড় দিতে আমরা রাজি নই।  

তিনি আরও বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। এবার প্রয়োজনে ৩ কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাগ্রত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোটা সংস্কার রিটকারী, ইনকিলাবের আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য এম এ রহিম, জাভেদ ইকবাল, জামিল হোসেন ও বাদল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।