ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাশকতা মামলা: মানিকগঞ্জে আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
নাশকতা মামলা: মানিকগঞ্জে আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (১ ডিসেম্বর) বিকেলে আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলা বেতিলা মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ (৬০) ও পৌরসভা আওয়ামী লীগের শরিফুল ইসলাম নান্টু (৪৬)।  

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ০৪ আগস্ট মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।  

শনিবার (৩০ নভেম্বর) রাতে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকা এবং সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলণ্ডী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাদের রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।