ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আ. লীগের পুনর্বাসনের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
আ. লীগের পুনর্বাসনের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: ফারুক

ঢাকা: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিগত ১৫ বছর ধরে যেসব দল আন্দোলন করেছে তারা সবাই ড. ইউনূসের সঙ্গে আছেন, শুধু আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে।

যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবেন, তারাই সিদ্ধান্ত নেবেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র সংস্কারে: ১৯ দফার আলোকে ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, এ সরকার আপনার আমার সরকার। জনগণের সরকার। সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সরকার। এ সরকারের বিরুদ্ধে ইসকন দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ। যদি গণতন্ত্র স্বপক্ষের লোক হতেন, যদি দুর্নীতি, ব্যাংক লুট, লুটপাট না করতেন তাহলে জনগণ আপনাকে গ্রহণ করতো।

শেখ হাসিনা জেনারেল আজিজ, বেনজীরদের কারণে ক্ষমতায় থাকতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, আজ হারুন, আজিজ, মেহেদী, বিপ্লবরা কোথায়। এখন আমরা আছি, কিন্তু তোমরা নেই। হিন্দুস্তানের গোলামি করার জন্য ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলে।

বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা আরও বলেন, আমাদের বিশ্বাস ড. ইউনুস কখনো বাংলার মানুষের সঙ্গে বেঈমানি করতে পারেন না। তবে, যারা বেঈমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ড. ইউনূস আপনি অনতিবিলম্বে তাদের বের করে দিন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ড. ইউনূস পালিয়ে যাওয়ার লোক নয়। সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিন্তু, তালবাহানা জনগণ সহ্য করবে না। নির্বাচন আপনাকে দিতেই হবে। রোডম্যাপ ঘোষণা করতেই হবে।

শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক ড. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম. খালেদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান ও গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।