ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ছেলের শাশুড়িকে স্কুলের সভাপতি বানিয়েছিলেন গাজী: দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ছেলের শাশুড়িকে স্কুলের সভাপতি বানিয়েছিলেন গাজী: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জের আনাচে-কানাচে এমন অবস্থায় তৈরি করেছিল গাজী পরিবার। এখানে একটি পরিবার ছাড়া কারো কথা বলার অধিকার ছিল না।

আমরা এমন একটি সময় পার করেছি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে স্কুলগুলো কারা চালিয়েছে তোমরা কী জানো। একটা স্কুলের সভাপতি কাকে বানানো হয়েছে। আমাদের গাজী সাহেবের ছেলের শাশুড়িকে স্কুলের সভাপতি বানানো হয়েছে। রূপগঞ্জে কী মানুষের অভাব ছিল। রূপগঞ্জের মানুষদের বাদ দিয়ে তার ছেলের শাশুড়িকে তিনি সভাপতি বানিয়েছিলেন। রূপগঞ্জকে তিনি বাবার সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।