ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আ.লীগ নেতা অধ্যক্ষ ঝুনু মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
বগুড়ায় আ.লীগ নেতা অধ্যক্ষ ঝুনু মারা গেছেন শাহাদত আলম ঝুনু

বগুড়া: বগুড়ায় কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু মারা গেছেন৷

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে শাহাদাত আলম ঝুনু কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।  

জেল সুপার ফারুক আহমেদ জানান, শাহাদত আল ঝুনুকে অসুস্থ অবস্থায় প্রথমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর সিদ্ধান্ত হয়। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।

গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনুকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই শহীদের পরিবারের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।