ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে: মামুনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে: মামুনুল হক বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হক

মাদারীপুর: এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, এদেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের প্রতিশ্রুতি। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না!

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন এক দানব। তার এতো বড় দানবীয় শক্তি, এতো বড় দল; কিন্তু স্কুল, কলেজ, মাদরাসাছাত্র ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবিলা করে তাকে উৎখাত করেছে।

এ সময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ অন্যান্য ওলামারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।