ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ক্যাথারিনা উইজার।

বৈঠকে বাংলাদেশে অস্ট্রিয়ার কনস্যুলার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন উপদেষ্টা কমিটির সদস্য তাজভীরুল ইসলাম উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।