ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাসহ খুনিদের বিচার বাংলার মাটিতে হবে: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
শেখ হাসিনাসহ খুনিদের বিচার বাংলার মাটিতে হবে: খোকন

নরসিংদী: আওয়ামী লীগ সরকারকে আর কখনও দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না বরং বিচার চায়। তাই শেখ হাসিনাসহ খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নরসিংদীর গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।

খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৬ বছর পুলিশের মাধ্যমে অত্যাচার নির্যাতনে দলীয় কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগ। বেগম জিয়াকে ফরমায়েশি রায়ে সাজার পাশাপাশি চার লাখ মামলায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। সর্বশেষ জুলাইয়ের ছাত্র-জনতার যৌক্তিক দাবির প্রেক্ষিতেও হত্যাযজ্ঞ চালিয়েছিল হাসিনা। তাই দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতির সুযোগ আর দেবে না।

তিনি আরও বলেন, এবারের আন্দোলন জুলাই-আগস্টের নয়, বিগত ১৬ বছরের আন্দোলন। আমরা গত ১৬ বছর আন্দোলন করেছি ভোটের অধিকারের দাবিতে। সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম আমরা। ২০১৪ সালে শেখ হাসিনার পতন হতো যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত না করত। আট বছর ক্ষমতায় থেকেছে জাতীয় পার্টির কারণে। আওয়ামী লীগের দুঃশাসনের ১৬ বছরে সব অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিল।

চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেদ ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।