ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সংস্কারে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে: খেলাফত মজলিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
সংস্কারে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে: খেলাফত মজলিস

ঢাকা: রাষ্ট্রীয় সকল সংস্কার কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে বলে দাবি করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর জোন খেলাফত মজলিস সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, সকল প্রকার বৈষম্য ও অন্যায় স্থায়ী নির্মূলে খেলাফতভিত্তিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ মানুষের মৌলিক মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তির নিশ্চয়তা দেয় ইসলাম। আমাদের দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে ঠিকই কিন্তু অন্যায়-জুলুম স্থায়ীভাবে নির্মূল হয়নি। শিক্ষানীতি, সংবিধান, বিচার বিভাগসহ রাষ্ট্রের বিভিন্ন অংশের সংস্কার শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করছি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আদর্শ ও বিশ্বাসের প্রতিফলন এসব সংস্কার কার্যক্রমে থাকবে।

তিনি আরও বলেন, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এখানে মানবরচিত বিভিন্ন মতবাদের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিন্তু মুক্তি আসেনি। মানুষের দুনিয়ার কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। কুরআন-সুন্নাহ পরিপন্থি কোনো বিধান মুসলিমপ্রধান বাংলাদেশে কার্যকর করা যাবে না।

তরবিয়তী মজলিসে সভাপতিত্ব করেন যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী জোন পরিচালক অধ্যাপক আবদুল জলিল এবং পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক।   

তরবিয়তী মজলিসে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফিরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমিনুর রহমান ফিরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।