ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ধানমন্ডি থেকে কেন্দুয়া উপজেলার যুবলীগ নেতা তাজুল গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ধানমন্ডি থেকে কেন্দুয়া উপজেলার যুবলীগ নেতা তাজুল গ্রেপ্তার 

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত আসামি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় র‌্যাব-২ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত থাকায় তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে যৌথ অভিযান চালিয়ে ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।