ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে হবে: ওয়াদুদ ভূইয়া

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে হবে: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি টাউন হল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, ভোট চুরির সরকার আওয়ামী লীগ দেশে গুম, খুন ও নির্যাতন করে দেশের মানুষকে কষ্ট দিয়েছে। পাহাড়েও অশান্তির আগুন জ্বালিয়ে সম্প্রীতি নষ্ট করেছে অভিযোগ করেন। পাহাড়ি বাঙালির মাঝে বন্ধুত্ব বাড়িয়ে মিলেমিশে থাকার আহ্বান জানান ওয়াদুদ ভূইয়া।

সমাবেশে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি-প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, জেলা যুবদলের সভাপতি-মাহবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি-নোমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর মানিকছড়িতে ওয়াদুদ ভূইয়ার উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ঘটে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।