ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

ঝালকাঠি: ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ ৫৯ জনের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এজাহার দায়ের করেন।

 

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ কমিশনার রোডে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয় যারা নেতৃত্ব দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

বাদী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ায় সোমবার রাতে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।