ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম

মাগুরা: মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।  

সোমবার (১১ নভেম্বর) রাত ১০টায় শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত (২০), সোহান (১৭), অন্তর (১৬), হৃদয় (১২) তারা ছাত্রদল নেতাকর্মী। তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরাফাতসহ অন্যরা জানান, প্রচণ্ড ভিড়ির মধ্যে শহরের দোয়ারপাড়া এলাকার কিছু সস্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতাকর্মীরা আহত হন। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, কাত্যায়নী পূজার বিজয় দশমী উপলক্ষে ওই এলাকাতে অনেক লোকের সমাগম হয়েছিল। সেখানে দোয়াপাড়, নিজনান্দুয়ালী এলাকার ছাত্রলীগ কর্মীরা বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে এতে চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, সন্ত্রাসী হামলায় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন। এ
ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।